একেরপর এক অনিয়ম আর নিম্নমানের জিনিস দিয়ে রাস্তার কাজ করছে এরকম সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই সেই রাস্তার কাজ।এমনকি তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ হওয়া সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার সাংবাদিক তপন চক্রবর্তী কাজ দ্রুত শেষ করার পায়তারা করছেন। যদিও এখন পিচ দেওয়ার কাজ এলাকাবাসীর তোপের মুখে পড়ে বন্ধ রেখে অন্যকাজ করছেন। তবে ঠিকাদার চাচ্ছেন রাস্তায় পিচ দেওয়ার কাজ তড়িঘড়ি করে শেষ করতে।
ওই এলাকার মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও সেসবের কোনো কিছু তোয়াক্কা না করে রীতিমত মামার বাড়ির আবদারের মতন নিম্নমানের জিনিস দিয়ে আর রাস্তা পরিষ্কার না করেই পিচ দেওয়ার অভিযোগ উঠেছে নগরঘাটা ইউনিয়নের ঋষি পাড়ার সংযোগ সড়কে (চৌরাস্তা মোড়) মোড় থেকে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের পূর্ব পার্শ্ব দিয়ে রহমাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটের অলি আহম্মেদের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণের কাজ।
এলাকার সুশীল সমাজের মানুষেরা বলছেন, এই ঠিকাদার রীতিমত কোনোকিছুর তোয়াক্কা না করেই নিজের বাপ-দাদার সম্পত্তি মনে করে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করছেন। যেটি এলজিইডি দেখভাল করার কথা থাকলেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে ইতিমধ্যে দুদক সহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ দিয়েছেন যাতে করে এই ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় সেজন্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]