সাতক্ষীরা তালার বালিয়াদাহ হাইস্কুল মাঠে একতা সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল খেলা শনিবার বিকালে উদ্বোধন করা হয়েছে।
উক্ত ১৬ দলীয় ফুটবল খেলায় বালিয়াদাহ একতা সংঘের সভাপতি মোল্যা জাকির হোসেন লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথ।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন ইসলাম, শেখ সানজিদুল হক ইমন, প্রভাষক নাজমুল হক মাহী, গাজী আব্দুল হান্নান প্রমুখ।
খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন বালিয়াদাহ একতা সংঘের সভাপতি মোল্যা জাকির হোসেন লাবু, সাধারণ সম্পাদক রিপন কাগুচী, জাকির হোসেন, জব্বার, বাপ্পি, কামরুল, রানা, জাকির, ইমরান, জাহিদ, সাগর প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন মুড়ুগাছা ফুটবল একাদশ ও সাতক্ষীরা সপ্তগ্রাম ফুটবল একাদশ। মুড়ুগাছা ফুটবল একাদশ ৩-২ গোলে সাতক্ষীরা সপ্তগ্রাম ফুটবল একাদশ হারিয়ে বিজয়ী লাভ করে।
খেলায় মিডিয়া পার্টনার ছিল আনন্দ টিভি ও পাটকেলঘাটা মিনিস্টার শোরুম দুটি ফ্রিজ স্পন্সর করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]