'মাদক নয়, খেলা চাই'- এই শ্লোগানে তালা উপজেলার মাগুরা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুনামেন্ট মাগুরা ফুটবল মাঠে বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে।
খেলায় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মাসিম ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যাল অধ্যক্ষ মোঃ এনামুল হক, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্বুল জব্বার, তালা থানার এসআই প্রিতিশ কুমার, মেম্বার শেখ মইনুল ইসলাম, তালা মিনিস্টার শোরুমের মার্কেটিং ম্যানেজার আল মামুন ইসলাম প্রমুখ।
খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন মাগুরা যুব সংঘের সভাপতি সরদার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম লিটুল, রাজিব কুমার দাস, আবু হাসান, জুয়েল খান, আসানুর রহমান প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে তালা সৈকত ফুটবল একাডেমি ২-০ গোলে বাকড়া ফুটবল একাডেমি ঝিকরগাছা কে পরাজিত করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]