খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাইকগাছা থানা এলাকা হতে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম মো. আছাফুর রহমান (৪০)।
সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মহিদুল ইসলামের নেতৃত্বে পাইকগাছা থানার চাঁদখালীস্থ শাহাপাড়া গ্রামের জনৈক মিলনের ‘স’ মিলের সামনে পাইকগাছা-কয়রাগামী পাঁকা রাস্তার অভিযান চালানো হয়। এ সময় ওই যুবককে ইয়াবাসহ হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।
তার বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]