সাতক্ষীরার তালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩ টায় তালা উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আইনগত সহায়তা কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন তালা উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ।
অর্ধ-বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।
বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন ইউমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।
সভায় প্রধান অতিথি (জেলা লিগ্যাল এইড অফিসার) সরকারি আইনগত সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, বর্তমানে আইনী সহায়তা পাওয়ার জন্য বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে পারবেন। এবিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচারের জন্য আহবান জানান। এছাড়া লিগ্যাল এইডের সেবা প্রদান এর পরিধি নিয়ে ধারণা প্রদান এবং সেবা সহজীকরণে সংস্থার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাধ্যম (হটলাইন, মোবাইল মেসেজ সিস্টেমসহ গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করের প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]