সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের নিজ বাড়ির পাশের আমবাগানে আছিয়া খাতুন নামের স্বামী পরিত্যাক্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তালা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে আছিয়া খাতুন (৩৩) কে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
স্থানীয় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ‘আছিয়ার কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যাক্তা হয়।’
শনিবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ তার বাড়ির পাশের আম বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]