সাতক্ষীরা তালায় আজগার আলী মোড়ল (৬২) নামের এক ব্যক্তির গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আফছার আলী মোড়লের ছেলে।
রবিবার (১৩ জুন) ভোরে বাড়ির পাশের একটি আম গাছের গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
তবে, মৃতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
মৃতের ভাই সামছুর মোড়ল জানান, তার ভাই দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]