সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ছোটগাছা গ্রামে একই পরিবারের ৫ জন কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক আহত করে ঐ বাড়ির জামাই। শনিবার রাত ৩ টার সময় ঘটনাসস্থল থেকে পুলিশ জামাই দেবাশীষ ঢালী (৩৫) কে দা সহ আটক করেছে। সে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র।
স্থানীয় সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান, ৮/১০ বছর পূর্বে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরেরআবাদ গ্রামের জগদীশ ঢালির পুত্র দেবাশীষ ঢালির সাথে তালার ছোটগাছা পঞ্চরাম বাছাড়ের কন্যা পুস্প ঢালির সাথে বিবাহ হয়। তাদের বর্তমানে একটি সন্তান রয়েছে। বিবাহের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। গত কয়েক দিন পূর্বে মেয়েকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয় তার স্বামী।
এদিকে স্ত্রীর অন্যের সাথে সম্পর্ক আছে সন্দেহের জের ধরে শনিবার রাতে জগদীশ ঢালীর পুত্র দেবাশিষ ঢালী রাত ১১ টার সময় গাছা বাজারে আসে। ভোর রাত ৩ টার দিকে বাড়িতে ঢুকে এক পর্যায়ে নিজের স্ত্রী পুস্প ঢালী (২২), শ্বশুর পঞ্চরাম বাছাড় (৫০), শাশুড়ী তপতি বাছাড়(৪২), দাদা শ্বশুর ভোলা নাথ বাছাড় (৭৫) ও বৈদ্যনাথ বাছাড় (৪০) কে গাছ কাটা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের আতœচিৎকারে এলাকাবাসি এসে জামাই দেবাশিষ ঢালীকে বেধে ফেলে এবং পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্হল থেকে জামাই দেবাশিষ কে আটক করেছে।
আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। এদিকে পঞ্চরাম বাছাড়ের শারিরিক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]