তালায় এলজিইডির আওতায় ১১৮৫ মিটার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে । শনিবার সকালে তেতুলিয়া ইউপি অফিস থেকে ল²নপুর অভিমুখে সড়ক উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তেতুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (কেডিআরআইডিপি) এর বাস্তবায়নাধীন এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, তাছাড়া অত্র এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য অতি সহজেই বাজারজাত করতে পারবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]