তালা শিল্পকলা হলরুমে ৮৯ সালের ব্যাচের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সোমবার (১১ জুলাই) বিকালে অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গৌতম ঘোষকে আহবায়ক ও রিয়াজুল ইসলাম মোল্যাকে সদস্য সচিব করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নাসিরুল ইসলাম, ইদ্রিস আলী, শেখ মাহমুদ এ রিয়াত, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, আবুল আওয়াল, মোহম্মদ আলী, সমারুল ইসলাম, কাজী লতিফুল ইসলাম, বিষ্ণু হালদার, মোঃ মকবুল হোসেন, আব্দুর রশিদ, সামজাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইনে দেশ ও দেশের বাহির থেকে ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের স্বরণে দোয়া এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিবছর ঈদুল আযহার পরের দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করাসহ প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]