তালায় কোভিট-১৯ এর করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজার সমিতি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম তারেক সুলতান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপিত ও খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তেঁতুলিয়া ইউনিয়নের এস, এম, আবুল কালাম আজাদ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]