সাতক্ষীরার তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় বুধবার সকালে তালা উপজেলার খোবড়াখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত্ম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্ত্মফা লুৎফুলস্নাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, খুলনা বিভাগীয় উপ প্রকল্প- পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,সলিডারিডাড নেটওয়ার্ক এচিশার প্রোগ্রাম অফিসার গৌতুম কুমার ঘোষ প্রমূখ।
এসময় স্থানীয় সুশীল সমাজের সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন বর্ষা মৌসূমে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন কার্যক্রম দ্রম্নতই সম্পন্ন হবে বলে জানান অতিথিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]