সাতক্ষীরা তালায় গরীব দুঃস্থ অসহায়দের মাঝে ঈদুল আজহার উপলক্ষে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
সাদাকা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সওয়াব বাংলাদেশ উদ্যোগে উন্নয়ন পরিষদ সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে তালা উপজেলা মাগুরা ইউনিয়নে ফলেয়া সরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোশত বিতরণ করা হয়।
সোওয়াব বাংলাদেশ কুরবান প্রোগ্রাম প্রকল্পের আওতায় ১০টি গরু কোরবানি করা হয়েছে। গরীব দুঃস্থ অসহায় ৬০০ পরিবারের মাঝে গোশত বিতরণ করো হয়।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালাম, তালা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি ঘোষ, সওয়াব কুরবান প্রোগ্রাম প্রকল্পের কর্মকতা রফিকুল ইসলাম, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]