সাতক্ষীরার তালায় ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া (৫৫) কে গাঁজা সহ আটক করেছে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯জুন) সকাল ১০ টার দিকে তালা বাজার থেকে আটক করা হয় তাকে ৎ।
সে তালা সদরের মৃত আব্দুল মজিদ শেখ ওরফে পাগলের ছেলে।
জানা যায়, ইব্রাহীম শেখ ওরফে ন্যাড়া দীর্ঘদিন ধরে তালা বাজারে বিভিন্ন মাদকসেবীদের কাছে ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করে। বৃহস্পতিবার সকালে তালা বাজার থেকে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান পরিচালনা কারী কর্মকর্তা বিজয় কুমার মজুমদার বিষয় নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]