সাতক্ষীরা তালায় সোবহান ফকির (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি উপজেলার বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার বাড়ির পাশর্^বর্তী এলাকার বিলের ধারে সজিনা গাছে ঝুলন্ত মরা দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
প্রায় আড়াই মাস আগে ঐ বৃদ্ধের স্ত্রীও মারা যায়। সেই শোকে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই ছিল।
এদিকে প্রায় ২৮ বছর আগে ঐ বৃদ্ধের পিতা মোহর আলী ফকিরের লাশও একই জায়গায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]