সাতক্ষীরার তালার খেশরা থেকে এক গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নমিতা মন্ডল (৪৩) খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামের শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। এরই জেরে শুক্রবার রাতের কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে নমিতা রানী ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]