সাতক্ষীরার তালায় গোলজান বিবি (৮৫) নামের এক বৃদ্ধা ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোলজান বিবি বালিয়াদহ গ্রামে মৃত রহিম বকস্ গাজীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়,গোলজান বিবি পারিবারিক ভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বুধবার সকালে তার নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়। তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]