সাতক্ষীরা তালায় উত্তরণ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শনিবার দুপুরে উত্তরণ আইডিআরটিতে উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, এনডিসি মো. আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ।
এ সময় উত্তরণের সার্বিক কর্মকান্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উত্তরণ প্রায় ৩৬ বছর যাবৎ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাসের সময় সংস্থার কর্মীদের অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান প্রশংসার দাবী রাখে।
এ সময় তিনি ভূমি, নদী-নালা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, স্যানিটেশনসহ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য উত্তরণ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]