সাতক্ষীরার তালায় তথ্যকেন্দ্রের ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তালায় তথ্য আপার আয়োজনে মঙ্গলবার সকালে সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে উঠান বৈঠক হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।
তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।
বৈঠকে সরদার মশিয়ার রহমান তিনি তাঁর মূল্যবান বক্তব্যে সকল ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্কে অবগত করেন এবং বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।
প্রভাষক সুতপা রাহা তার বক্তব্যে সকল সরকারি দপ্তর হতে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা বলেন। সরকারি জরুরি ট্রোল ফ্রি হটলাইনের উপকারিতা, নারী উদ্যোক্তা হওয়ার কথাও বলেন।
সাথী রানী রায় তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা (ডায়াবেটিস, প্রেসার, ওজন, উচ্চতা, পালস অক্সিমিটার, বিএমআই) সম্পর্কে নারীদের অবগত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]