তালায় তথ্য আপার মার্চ মাসের চতুর্থ ও তথ্যকেন্দ্রের ৫৮তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপার আয়োজনে রোববার সকালে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক টি আয়োজন করা হয় ১১ নং জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেহালপুর গ্রামে।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ পিআইসি কমিটির সদস্য রাম প্রসাদ দাস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার। বৈঠকের নারীর ক্ষমতায়ন,শিক্ষা,তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ভাতা এবং প্রশিক্ষণ বিষয়ক কথা বলা হয়। তালা তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ১০০ টাকা করে ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]