সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা থানার উপ পরিদর্শক প্রীতিশ রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উদ্বোধনের পরে অতিথিরা মেলায় আগত সকল স্টল পরিদর্শন করেন। এবারের বইমেলায় তালা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ- গ্রন্থগার, মুক্তিযোদ্ধা কমান্ড, পানি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]