তালা খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধণা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শনিবার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে তালা উপজেলা সহকারী শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার পক্ষ থেকে উক্ত সংবর্ধণা প্রদান করা হয়।
শনিবার সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র হাই স্কুলের প্রধান শিক্ষক খান রেজোয়ান উল্লাহ।
এরপর খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
বিকালে তালা প্রেসক্লাবে হলরুমে তালা উপজেলা সহকারী শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]