‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীারার তালায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী।
এসময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার কনক চন্দ্র অধিকারি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, সহ-যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সৈয়দ কামাল হোসেন,অচ্যুৎ কুমার মন্ডল,বাশারত হুসাইন প্রমূখ।
আলোচনার শেষে ১০০গাছের চারা বিতরণ এবং ২৬ জনকে ১৩ লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]