সাতক্ষীরা তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৫ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাঁপড়ি। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বেসরকারি উন্নয়ন সংস্থার সাসের পরিচালক শেখ ইমান আলী, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমূখ।
আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]