সাতক্ষীরার তালায় ঠিকাদারি কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি।
মানববন্ধন শেষে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়। মানববন্ধনে সিনিয়র ঠিকাদার গাজী সুলতান আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠিকাদার মোঃ আব্দুল জব্বার সরদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী আরিফুল হক বুলু, মীর কায়েম ইসলাম ডাবলু, মীর কল্লোল, কনোক ঘোষ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]