সাতক্ষীরার তালায় রসুল গাজী (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পাতবার (২৪ মার্চ) রাত ৮টায় তালার খলিলনগর ইউনিয়নের গোনালী ঘোষপাড়ার একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত রসুল আটারই গ্রামের হালিম গাজীর ছেলে। হালিম গাজী তালার রহিমাবাদ গ্রামে বসবাস করে।
প্রত্যক্ষদর্শী প্রভাষ ঘোষ জানান, সন্ধ্যায় আমি পুকুরে হাস ঁতুলতে পুকুরে গিয়ে কিছু একটা দেখি। পরে এলাকাবাসী ও পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে রাতে লাশটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে শিশুটিকে খুজে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের পক্ষ থেকে খোজ পেতে মাইকিং করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]