৭৮লাখ টাকা ব্যয়ে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ১২৫ নং পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নতুন এ ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রথীন্দ্র সরকার, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাছরুবা খাতুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তপন দেবনাথ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শচীন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা, পারমাদরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ গাইন, পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী রায়সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭৮লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ২য় তলা নতুন এ ভবন এর নির্মান কাজ বাস্তবায়ন করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]