সাতক্ষীরা তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৪৩ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে।
মাগুরা ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।
মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আব্দুল হান্নান, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ্মত, মোঃ সাজ্জাদ হোসেন, তীর্থ কুমার দেসহ লিনডে কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।
অপরদিকে একইদিন উত্তরণের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯২ পরিবারের মাঝে অনরুপ ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান এড. প্রতাপ চন্দ্র রায়। এ সময় লিনডে কোম্পানীর প্রতিনিধি ও উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]