সাতক্ষীরার তালায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় তালা বাজার পাড় মার্কেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির কার্যক্রম শুরু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, মিনিস্টার শো-রুমের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সরদার নুরুল ইসলাম প্রমূখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাটকেলঘাটা ব্রাঞ্চ ম্যানেজার জাফর ইকবলের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম মাওয়ালনা তাওহীদুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]