তালায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মহিলা সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এঁর তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদ এঁর পেশ ইমাম ও খতিব মাওলানা তাওহীদুর রহমান। এ সময় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এদিন সোমবার জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]