সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বদলী হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত কর্মকর্তা আবুল হাসানকে বরণ করে নেয়া হয়েছে।
অনুষ্ঠানটি যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।
মিল মালিক সমিতির আয়োজনে শনিবার (১মে) সকাল ১১টায় পাটকেলঘাটার খাদ্যগুদামের প্রাকৃতিক পরিবেশের ক্যাম্পাসে তালা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রনজুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল কুমার রায়।
খাদ্যগুদামের সহকারী পরিদর্শক মিকাইল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগীয় শাখার সহ.সভাপতি মনিরুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামন সোহাগ, সংগঠনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, ঝিকরগাছা খাদ্য গুদাম কর্মকর্তা প্রমোদ কুমার পাল, শ্যামনগর উপজেলার নকীপুর খাদ্য কর্মকর্তা স্বপন কুমার রায়, মিল মালিক সমিতির প্রণয় পাল, ইবাদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক জামাল উদ্দীন, কৃষকলীগ নেতা ইন্দ্রজিৎ সাধু, শ্রমিক নেতা হরিপদ দাস প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]