সাতক্ষীরার তালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব আলোকপাত করে আলোচনা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে এক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]