সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে সিলিং ফ্যানে গলায় রশ্নি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক আব্দুল জলিল মোড়ল (৪০) তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন আর রশিদ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
এলাকাবাসি জানায়, তালার জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে সিলিং ফ্যানে আব্দুল জলিল ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়।
তাকে আজ সোমবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]