সাতক্ষীরা তালায় মৎস্য অফিসের অধিন মাছচাষী সিআইজি সমিতির উন্নয়নে পিকআপ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে শ্রীমন্তকাটি সিআইজি মৎস্য সমিতির সদস্যদের হাতে গাড়ীর চাবী তুলেদেন প্রকল্প বাস্তবায়ন ইউনিট পরিচালক এস এম মনিরুলজ্জামান।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা বাবলীসহ সাংবাদিক, মৎস্য অফিসের কর্মকর্তা এবং উপকারভোগী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শ্রীমন্তকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিআইজি মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী জানান, এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড (এআইএফ)-২ এর মাধ্যমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় তালার বালিয়া সিআইজি মৎস্য সমিতি লি. এবং শ্রীমন্তকাঠি সিআইজি মৎস্য সমিতি লি. এর মাঝে ৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা হারে সোমবার (২৯ জুন) চেক প্রদান করা হয়েছে। এই টাকার সাথে নিজস্ব তহবিল থেকে আরো টাকা নিয়ে সমিতির সদস্যরা পিকাপ ক্রয় করে। মাছ চাষের পাশাপাাশি পিকাপ থেকে আয়ের অর্থ দিয়ে সমিতির সদস্যরা আর্থিক ভাবে স্বাবলম্বী হবে বলে মৎস্য অফিসার আশাবাদ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]