‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সাতক্ষীরা তালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের পরিচালানায় সহযোগিতা করবে তালা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার, (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ম্যারাথন উপলক্ষে এক আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, ক্যাপ্টেন সরকার সানি মোহাম্মদ তালহা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু বক্কর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, ডাঃ আব্দুল রাজ্জাক, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, বণিক সমিতির সভাপতি সৈয়েদ জুনায়েদ আকবার, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফসহ শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তারা সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালা উপজেলা পরিষদ চত্বরে থেকে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় ডিজিটাল ম্যারাথনে ৫ কিলোমিটার হবে। ডিজিটাল ম্যারাথনের শ্লোগান হবে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]