সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ।
সকালে জাতীয় পতাকা উত্তোলন, শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শিশুদের নিয়ে বিভিন্ন শিক্ষা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে আলোচনা সভা শেষে সন্ধ্যায় পুরুষ্কার বিতরণ, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সাধন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি খুরশিদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা সামছুর রহমান, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু তপন চ্যটাজ্জী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন পিল্টু, সমাজসেবক গোবিন্দ দাশ, শেখ নাহিদ হোসেন, ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সভাপতি আজমীর হোসেন হৃদয় প্রমুখ।
সঞ্চালনা করেন শহীদ মুক্তিযোদ্ধা আলীম সাহিত্য সংসদের সভাপতি ও এ্যডমিন শেখ আবুল কালাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]