তালায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ২০২০-২০২১ অর্থবছরের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে সভাপতি ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, কালব”গ” অঞ্চল এর ডিরেক্টর মোঃ আরিফ হাসান, কালব এর জেলা ব্যবস্থাপক (খুলনা ও সাতক্ষীরা) এস এম ইদ্রিস ও অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম প্রমুখ।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পাণ করেন কালব এর কোষাধ্যক্ষ স্বপন কুমার মিত্র। অনুষ্ঠানে লাভ-ক্ষতিসহ সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]