তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, প্রতিরোধে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকালে কম্প্যাশন ইন্টারন্যাশনাল আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইস্কুলে প্রতিষ্ঠাতা এম এ কাশেম।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতফা রাহা টুম্পা। এসময় বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক শক্তি পদ কর,সহকারী শিক্ষক আদিত্য ঘোষ,মহাসিন হোসেন প্রমুখ।
এসময় ইভটিজিং, বাল্যবিবাহ রোধে লাল কার্ড দেখানো ও শপথ করেছেন নবম ও দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী।
প্রণব ঘোষ বাবলু বলেন, সরকারের আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে।
বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]