সাতক্ষীরা তালায় সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টায় সহানুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্র স্থাপনের নির্ধারিত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহানুভূতি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ বসু, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিউর রহমান, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর,অ্যাডভোকেট মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, প্রাথমিক সাবেক শিক্ষক নেতা শফিউল্লাহ, প্রভাষক নাজুমল হাসান প্রমূখ।
আলোচনার শেষে অতিথিরা সহানুভূতি কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও দোয়া মোনাজাত করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন,সহানুভূতি আজকের এই যাত্রা এক সময় বাংলাদেশ ব্যাপী সাড়া ফেলবে, আমরা সকলে আমাদের জায়গা থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]