সাতক্ষীরার তালায় সামাজিক সম্প্রীতি ও দুধে ভেজাল প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) তালা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাত ৮টার সময় জিয়ালা নলতা ঘোষ পাড়ায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন। শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, স্যানিটারী ইন্সপেক্টর শরীফ মো.আব্দুল মতিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম খা, সাবেক কেন্দ্রীয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি দিবাস চন্দ্র ঘোষ প্রমূখ।
বক্তারা বলেন, দুধ অতি প্রয়োজনীয় একটি শিশুখাদ্য, কোনো ভাবেই দুধে ভেজাল করা যাবে না। আপনাদের দুগ্ধ ব্যবসার উন্নয়নে যত সাহায্য দরকার আমরা করব, কিন্তু অবৈধভাবে দুধে ভেজাল করা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
অতিথিরা আরোও বলেন, সনাতন ধর্মের মানুষের শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শেষ হয় তার দিকে গুরুত্ব আরোপ করেন। দুর্গোৎসবের সময় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]