তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরার তার ছিড়ে ফেলে চেয়ারম্যানের কক্ষের নেমপ্লেট ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতের আধারে ঘটনাটি ঘটেছে।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম, মফিদুল হক লিটু জানান, তিনি জরুরী কাজে বাহিরে আছেন। করোনার ভ্যাকসিন নিতে আসা এলাকাবাসী সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে সিসি ক্যামেরাটি বিকল অবস্থায় ও তার কক্ষের নেমপ্লেটটি ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। পরে উপস্থিত এলাকাবাসী তাকে মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানায়।
তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষের লোকজন প্রতিহিংসা বশতঃ ঘটনাটি ঘটাতে পারে বলে তিনি মনে করেন। তিনি ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক (এস,আই) আবু কওছারকে মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানিয়েছেন।
জালালপুর ইউনিয়ন উপ-পরিদর্শক (এস,আই) আবু কওছার জানান, ঘটনাটি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাইনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]