সাতক্ষীরায় তালা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
বুধবার (২১ জুলাই) সকালে তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল,৭টা,৮টা এবং ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান তালা রহিমাবাদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন ।
মহামারি করোনার কারণে এ বছরের ঈদুল আজহায় অনেক মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। তবে সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। যা তারা বুধবার প্রথম দিনসহ আগামী তিনদিন কোরবানি করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান ঈদুল আজহা উপলক্ষে তালাবাসীসহ দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছায় তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]