সাতক্ষীরা তালায় নগদ টাকা হাওলাদ দিয়ে বিপাকে পড়েছেন রবিউল ইসলাম নামের এক যুবক। একাধিক বার শালিশী বৈঠক হলেও এর কোন সমাধান হয়নি। টাকাটা না পাওয়ায় অসহায় অবস্থায় জীবন যাপন করছেন এই যুবক।
রবিউল ইসলাম তার দেওয়া নগদ টাকা ফেরৎ পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের মোঃ হাতেম গাজীর ছেলে রবিউল ইসলাম জানান, একই এলাকার নলতা গ্রামের শশাঙ্ক দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকার কারনে ২০১৯ সালে ব্যবসার জন্য তার নিকট থেকে ৩শ টাকার ননজুডিশিয়াল ষ্টাম্পে স্বাক্ষর করে নগদ ৬৭ হাজার টাকা গ্রহণ করেন। যাহা ২০২১ সালে ফেরৎ দেওয়ার কথা থাকলেও আজ দেই কাল দেই বলে তালবাহানা করছে।
এছাড়াও একই গ্রামের মৃত ধোনাই শেখের ছেলে ইউনুস শেখের নিকট থেকে ৪৫ হাজার টাকা এবং মশাররফ শেখের ছেলে রায়হান শেখের নিকট থেকে ৪৯ হাজার টাকা গ্রহন করে। যেটি নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেছে জয়দেব দেবনাথ।
এসময় রবিউল ইসলাম তার পাওনা টাকা ফেরৎ পেতে প্রশাসনের উদ্বর্তন কতর্ৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে জয়দেব দেবনাথ জানান, আমার ব্যবসায়িক কাজের জন্য রবিউলের নিকট থেকে নগদ ৬৭ হাজার টাকা গ্রহণ করি। কিন্তু আমার ব্যবসায়কি মন্দার কারনে আমি টাকাটা ফেরৎ দিতে পারছি না। তবে তাড়াতাড়ি ফেরৎ দিয়ে দেব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]