তালায় মৎস্য ঘেরে জমির হারির টাকা না দেয়ার অপরাধে শহিদ সরদার নামে এক মৎস্য ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদ সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের জাফর আলী সরদারের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, তালা উপজেলার হাজরাকাটি বিলে মৎস্য ঘেরের মধ্যে নজরুল সরদার গংদের জমি রয়েছে। কিন্তু নজরুল সরদার গং এর হারির টাকা বাবদ এক লক্ষ টাকা না দিয়ে নানান ভাবে হয়রানি করে আসে মৎস্য ঘের ব্যবসায়ী শহিদ সরদার। এই টাকা আদায়ের জন্য নজরুল ইসলাম সরদার সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। যার মামলা নং ১৪৫/২২ ইং। উক্ত মামলায় শহিদ সরদারকে বৃহস্পতিবার কারাগারে পাঠান বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট বন্যা খাতুন।
মামলার বাদী নজরুল সরদার জানান, জমির হারির টাকা না দিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের পরিচালনা করে আসছে শহিদ সরদার গংরা। তাদের কাছে বারবার হারির টাকা চাইতে গেলে নানাভাবে মান-অপমান করে। একপর্যায়ে হারির টাকা আদায়ের জন্য আমি সাতক্ষীরা আদালতে মামলা দাখিল করি। মামলার হাজিরার প্রথম দিনে হারির টাকা সামনের মধ্যে পরিশোধ করবে বলে জামিন নেন। কিন্তু হারির টাকা না দিয়ে নানা ভাবে তালবাহানা করতে থাকে। বৃহস্পতিবার আদালতে হাজির দিলে আদালত জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. নুরুল আমিন।
উল্লেখ্য যে, তালা উপজেলার কাঠবুনিয়া এলাকায় আমেরালী নিকারী হত্যা মামলায়ও ছিলেন শহিদ সরদার আসামী। কিন্তু অর্থ ও প্রভাবের কারণে তিনি ওই মামলা থেকে রক্ষা পান। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় নানাবিধ অভিযোগ রয়েছে
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]