সাতক্ষীরার তালায় করোনার টিকা গ্রহণে উদ্বোধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তালা শিল্পকলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন তালা উপজেলা প্রশাসন। এসময় উপজেলা থেকে যারা করোনার প্রথম ভ্যাকসিন গ্রহন করেনি তাদেরকে এ মাসের ২৬ তারিখে করোনার টিকা দেওয়া হবে। ফলে যাঁরা এখনো করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেননি, তাঁরা বিলম্ব না করে টিকাদানকেন্দ্র থেকে টিকা নিতে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার , উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]