তালা উপজেলার পাখীমারা বিলের টিআরএম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার সকালে সংসদ সদস্য জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে সাথে নিয়ে জালালপুর ইউনিয়নের দোহার মাদ্রাগুচ্ছ গ্রামের টিআরএম ভাঙ্গন কবলিত বাধ পরিদর্শন করেন এবং ভাঙ্গন কবলিত এলাকার পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বেলন।
এসময় দ্রুত ক্ষতিগ্রস্থ্য বাধ সংস্কার এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খাদ্য সহযোগিতা করার কথা বলেন।
উপজেলা নির্বাহি অফিসার মো. ইকবাল হোসেন, তালা মুক্তিযোদ্ধা কলেজর উপধাক্ষ্য মো. মহিবুল্লাহ মোড়ল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ওয়ার্কার্স পার্টি, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]