তালা সদর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাস্টার আজিজুর রহমানের হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত বুধবার রাতে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করে তাকে।
আজিজুর রহমানের ছোট ভাই কামরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ব্রেন স্ট্রোক হয়। প্রথমে তাকে তালা হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।
আজিজুর রহমানের বারুইহাটি গ্রামের মৃত আফসার সরদারের ছেলে। তার আশু আরোগ্য কামনায় এলাকা বাসির কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও উপজেলা বিএনপি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]