সাতক্ষীরার তালা সদর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার সকালে তালা সদর প্রেসক্লাবে ওই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের জোনাল ম্যানেজার হাসানুজ্জামান হাসান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ও তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিক প্রভাষক নাজমুল হোসাইন মাহি, আব্দুর রউফ, ইলিয়াস হোসেন, খলিলনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান টিটু, মামুন রেজা, মোকলেছুর, ইউনুস, বিশ্বজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য। জবাবদিহিতার জায়গা থেকে কাজ করেছি তালাবাসীর জন্য।’
উল্লেখ্য, তালা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন গোপালগঞ্জ জেলার এডিসি হিসেবে যোগদান করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]