দেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। অন্য ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।
রবিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় দুই হাজার ১৭৩ জন আহত হন, নিহত হন ৪০ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৮টি ধর্ষণ এবং ৩৫টি ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।
১৩টি ধর্ষণ-পরবর্তী খুন ও ধর্ষণের পর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪৮ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন ২৪ জন নারী। এ ছাড়া তিন মাসে ১৩৭টি শিশুকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার মধ্যে ৫৮টিতে মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]