তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কলারোয়ার ভাদিয়ালী গ্রামে প্রতিপক্ষের দ্বারা আহত হয়েছেন মা ও ছেলে।
তারা হলেন ওই গ্রামের বাবর আলীর স্ত্রী নাহার বানু ও তার পুত্র ওসমান গনি।
এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন নাহার বানুর ছোট পুত্র ইমান আলী।
তিনি জানান, ২৮ আগস্ট বেলা আনুমানিক আড়াইটার দিকে প্রতিবেশির পানি আমাদের ঘরের সাইট দিয়ে যাওয়ায় আমাদের ঘর নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এ কথা বললে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাকে হেনস্তা করে। সেসময় আমার মা ও ভাই এগিয়ে আসলে প্রতিপক্ষদের আঘাতে মা ও ভাই মারাত্মকভাবে জখম হয়ে আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল-গীয়াস জানান, বিষয়টি শুনেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]